নীলফামারীতে ট্রাকের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে ভ্যানটির চালক শাহ আলম (৬৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে পলাশবাড়ী গোঁতামারী মহাশ্মশান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহ আলম নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃত ওমর বেপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে পেশাগত কাজ সেরে বাসায় ফিরছিলে ওই বৃদ্ধ। পথে পলাশবাড়ী গোঁতামারী মহাশ্মশান এর ১০০ গজ দুরে স্থানীয় একটা মোড়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ট্রাকটির সঙ্গে তার ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায়, ট্রাকটি ভ্যানটির ওপর ওঠে পড়ে। এতে গুরুতর আহত হয় শাহ আলম। তাকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।
নীলফামারী সদর ফায়ার সার্ভিসের এক সদস্য জানান, জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে দুর্ঘটনার সংবাদ পাই। এরপর উদ্ধার কাজ শেষে বৃদ্ধকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও তার সহকারিকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের চেষ্টা চলছে।
বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে