যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় এবার বাংলাদেশি যুবকের মৃত্যু

রবিউল ইসলাম
১৯ জুলাই ২০২৩

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। এবার দেশটির মিসৌরি অঙ্গরাজ্যে বন্দুক হামলায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ফক্স নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

 

গুলিতে নিহত হওয়া ওই বাংলাদেশির  নাম ইয়াজ আহমেদ। তাৎক্ষনিকভাবে ইয়াজের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

 

স্থানীয় পুলিশ জানিয়েছে, ‘মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের হ্যাম্পটন এভের ১১০০ ব্লকের একটি গ্যাস স্টেশনে কাজ করছিলেন ওই যুবক। এ সময় বাইরে দাঁড় করানো ইয়াজের গাড়ির কাঁচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে একদল সন্ত্রাসী। ইয়াজ তাদের বাধা দিলে এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি করে। তাৎক্ষনিকভাবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

 

এ হামলায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনায় জড়িত সন্দেহে জ্যাটাভিয়ন স্কট নামে ১৯ বছর বয়সী এক তরুণকে পুলিশ খুঁজছে বলে জানা গেছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর