প্রকাশ্যে অক্ষয়ের নতুন গান, নেট দুনিয়ায় ঝড়

রবিউল ইসলাম
১৯ জুলাই ২০২৩

বলিউড সুপার স্টার অক্ষয়ের নতুন সিনেমা ‘ওএমজি ২’-এর প্রথম গান 'উঁচি উঁচি ওয়াদি' মুক্তি পেয়েছে। গানটি প্রকাশ পাওয়ার পর ভক্তেদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।  

 

গানটির প্রধান চরিত্রে দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠি ও অক্ষয় কুমারকে। গানটি গেয়েছেন হংসরাজ রঘুবংশী। গানটি করেছেন ডিজেস্ট্রিংস, লিখেছেন কবির শুক্লা, হংসরাজ রঘুবংশী, ডিজেস্ট্রিংস এবং সুর করেছেন রাহি।

 

মঙ্গলবার দুপুরে 'উঁচি উঁচি ওয়াদি' অনলাইনে প্রকাশ করা হয়।

 

 ‘ওএমজি ২’ সিনেমাটি কমেডি ধর্মী। ছবিটি পরিচালনা করেছেন অমিত রাই। পরিচালনাও করেছেন তিনি। ছবিটি মুক্তি পাবে আগস্টের ১১ তারিখের মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

 

আরআই

 


মন্তব্য
জেলার খবর