নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় শ্বশুর নিহত, জামাই আহত

আবু ইউসুফ, নওগাঁ থেকে
১৯ জুলাই ২০২৩

নওগাঁর মান্দায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সেলিম রেজা (৫৫) নিহত ও তার জামাই আব্দুল মজিদ (৪০) আহত হয়েছেন।

বুধবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে প্রসাদপুর-জোতবাজার সড়কের সুজনসখী খেয়াঘাট সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে।

সেলিম রেজা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিম রেজা মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। মাছ বহন করা একটি পিকআপকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সেলিম রেজার মৃত্যু হয়।

সেলিম রেজার আরেক জামাই মাইনুল ইসলাম বলেন, ‘আমার অসুস্থ মা মান্দা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে দেখার জন্য সকালে শ্বশুর ভায়রা একটি মোটরসাইকেলে হাসপাতালে যাচ্ছিলেন।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, সেলিম রেজার মরদেহ উদ্ধার  করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর