রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এদিকে ডেঙ্গু প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি এ বিষয়ে গাফিলতির কারণে সংশ্লিষ্টদের জরিমানা করছে সংস্থাটি।
বুধবার (১৯ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১০ জন। পূর্বে ভর্তি ছিল ৩১ জন। সুস্থ হয়ে ফিরে গেছে ১৫ জন। ডেঙ্গু ওয়ার্ডে মোট বেড সংখ্যা ২৬। এ পর্যন্ত ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীর সংখ্যা সর্বমোট ১০৩ জন। সুস্থ হয়ে ফিরে গেছেন ৭৬ জন। একজন মারা গেছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন।
এডিস মশা ও মশার লার্ভা পাওয়ায় দণ্ডবিধি-১৮৬০ এর ২৬৯ ধারায় তিনটি মামলায় এবং রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন,২০০৯ এর ৯২(৭) ধারায় ৮টি মামলা করা হয়। মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সচিব মো. মশিউর রহমান।
বিডি/সি/এমকে