বাসযাত্রীর সেন্ডেলের ভেতরে মিললো হেরোইন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
১৯ জুলাই ২০২৩

নাটোরের গুরুদাসপুরে আব্দুল করিম নামের এক বাসযাত্রীর সেন্ডেলের ভেতর থেকে হেরোইন উদ্ধার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের লোকজন। তাকে আটক করা হয়েছে।

বুধবার (১৯জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া- ঢাকা হাইওয়ে সড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।

 আব্দুল করিম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মৃত আব্দুল বারীর ছেলে।  তিনি একজন মাদক কারবারী বলে জানায় পুলিশ।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল কাছিকাটা টোল প্লাজায় অবস্থান নেন। তারা রাজশাহী থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী তুহিন পরিবহনে তল্লাশী চালায়। এ সময় ওই বাসের যাত্রী আব্দুল করিমের সেন্ডেলের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৬০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা.মনোয়ারুজ্জামান বলেন, আব্দুল করিমের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

 

বিডি/সাজেদুর রহমান/সি/এমকে


মন্তব্য
জেলার খবর