নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২৩

জাতীয় প্রেসক্লাবের সামনে টানা আন্দোলনের নবম দিনের শেষে এসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বেশ হতাশ করলেন শিক্ষকদের। জানালেন, আসন্ন

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয় বলে জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (১৯ জুলাই) বেসরকারি  শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক অন্যান্য শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে  এ কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, জাতীয়করণের বিষয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে আগস্টের শেষদিকে দুটি কমিটি গঠন করা হবে। এ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে সিদ্ধান্ত হবে।

 কমিটির বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, কমিটি দুটি বেসরকারি বিদ্যালয়গুলোর জাতীয়করণ সম্ভাব্যতা যাচাই করবে। একটি কমিটি আর্থিক সম্ভাব্যতা এবং অন্যটি প্রাতিষ্ঠানিক সক্ষমতা যাচাই করবে।

 

এদিকে এদিন মিলে টানা ৯ দিন প্রেসক্লাবের সামনের ফুটপাতে  বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষকরা।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর