এভারটনকে ২-০ গোলে হারাল চেলসি

০৯ মার্চ ২০২১

এভারটনকে ২-০ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে চেলসি। এ জয়ে গুরত্বপূর্ণ ভূমিকা রাখেন ফরোয়ার্ড কাই হাভাৎর্জ। এ জন্য তাকে প্রশংসায় ভাসিয়েছেন দলটির কোচ টমাস টুখেল। জার্মান এ কোচের অধীনে এখনও কোনো ম্যাচ হারেনি ক্লাবটি।
এর আগে ডিসেম্বরে দুদলের প্রথম দেখায় গুডিসন পার্কে চেলসিকে হারিয়েছিল এভারটন।
ম্যাচে ৩১তম মিনিটে জার্মান তারকার শট ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়িয়ে দেন বেন গডফ্রে। এগিয়ে যায় চেলসি। ৬৫তম মিনিটে সফল স্পট-কিকে চেলসিকে আবারও এগিয়ে দেন জোর্গিনহো।   
আরআই


মন্তব্য
জেলার খবর