২০২২-২৩ অর্থবছরে অর্থনীতি ভালো ছিল বাংলাদেশের। পূর্বাভাসের চেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি হয়েছে। গেল এপ্রিলে শেষ পূর্বাভাসে এ অর্থবছরে প্রবৃদ্ধি ৫ দশমিক ৩ শতাংশ অর্জনের সম্ভাবনার কথা বলা হলেও অর্জিত হয়েছে ৬ শতাংশের বেশি।
বুধবার (১৯ জুলাই) এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের জিডিপি সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। এডিবি গেল এপ্রিলে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির যে পূর্বাভাস দিয়েছিল এবারও সেটা অপরিবর্তিত রেখেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৬ শতাংশের উচ্চতর এ প্রবৃদ্ধি দেশের শক্তিশালী নিট রপ্তানিকে নির্দেশ করে। কারণ এ অর্থবছরে আমদানি যেমন প্রত্যাশার চেয়েও দ্রুত কমেছে, তেমনি রপ্তানি প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে প্রত্যাশার চেয়ে কম হারে। প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে উৎপাদন খাত। সরকারের নীতি সহায়ক থাকায় সব ধরনের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইতিবাচক অবদান রেখেছে প্রবৃদ্ধিতে।
প্রতিবেদনে জানানো হয়েছে- প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি আংশিকভাবে ভর্তুকি, প্রণোদনা এবং অন্যান্য ব্যবস্থায় পূরণ করা হয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে প্রবৃদ্ধির অর্জনের ক্ষেত্রে। তাছাড়া বিনিয়োগের পাশাপাশি জনসাধারণের ভোগের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
বিডি/ই/এমকে