পর্দা নামছে নারী ফুটবল বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ড ও নরওয়ে
মুখোমুখি হবে। বাংলাদেশ সময় দুপুর ১টায় ম্যাচটি শুরু হবে। এদিন আরে একটি ম্যাচ অনুষ্ঠিত
হবে। ম্যাচটিতে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড পরস্পরের মোকাবেলা করবে। গাজী টিভি ও টি-স্পোর্টস
ম্যাচ দু’টি সরাসরি সম্প্রচার করবে।
এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচের মধ্যে রয়েছে:
গল টেস্ট-৫ম দিন
শ্রীলঙ্কা-পাকিস্তান
সকাল ১০টায় সনি স্পোর্টস ২ সরাসরি সম্প্রচার করবে।
ওল্ড ট্রাফোর্ড টেস্ট-২য় দিন
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
বিকেল ৪টায় সনি স্পোর্টস ৫ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
পোর্ট অব স্পেন টেস্ট-১ম দিন
ওয়েস্ট ইন্ডিজ-ভারত
রাত ৮টায় ডিডি স্পোর্টস সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে।
গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা
ব্র্যাম্পটন-মিসিসাওগা
রাত দেড়টায় সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ২
আরআই