ছাত্রলীগের হামলায় আহত বিএনপি নেতাকে দেখতে গেলেন জামায়াতের নেতারা

নীলফামারী প্রতিনিধি
২০ জুলাই ২০২৩

ছাত্রলীগের হামলায় আহত ডোমার পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মনছুর আলীকে দেখতে তার বাসায় যান উপজেলা জামায়াতের ইসলামীর নেতারা। বুধবার  (১৯ জুলাই) রাতে দেখা করে ভুক্তভোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারা।

দিনাজপুরে বিএনপির পদযাত্রায় যোগ দিতে যাওয়ার সময় দিনাজপুরে হাজী মো: দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় বিএনপির গাড়ি বহরে হামলা চালায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এতে মনছুর আলীসহ নীলফামারীর ২৫ নেতাকর্মী আহত হয়।  

মনসুর আলীকে দেখতে যাওয়া জামায়াতের নেতাদের মধ্যে ডোমার উপজেলা জামায়াতের আমীর খন্দকার আহমাদুল হক মানিক, উপজেলা সেক্রেটারি হাফেজ আব্দুল হক, ডোমার পৌরসভা জামায়াতের আমীর মো. নুরকামাল, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মো. সোহেল রানা ছিলেন। তারা হামলা আহত সবার জন্য সমবেদনা জানানোসহ দ্রুত সুস্থতা কামনা করেন।

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর