চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ ইমার্জিং দলকে ২৬১ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড উলভস।
মহামারি করোনার কারণে প্রথম ওয়ানডে স্থগিত হওয়ার পর ৭ মার্চ দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হয়। এ ম্যাচে শামীম হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে চমৎকার জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডের মতো তৃতীয় ওয়ানডেতেও টস জিতে আগে ফিল্ডিং নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাইফ হাসান।
এদিনও আগে ব্যাট করে ২৬০ রান সংগ্রহ করে আইরিশরা। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান আসে টাকারের ব্যাট থেকে। ৫২ বলে ৯টি চার ও দুটি ছক্কার মারে ঝড়ো এই ইনিংস খেলেন লরক্যান। এছাড়া কার্টিস ক্যাম্ফার ৪৩, জেমস ম্যাককলাম ৪০, অধিনায়ক হ্যারি টেকটর ৩৬, জেরেমি ললোর ২১ রান করেন।
আয়ারল্যান্ড উলভস একাদশ:
জেমস ম্যাককলাম, রুহান প্রিটোরিয়াস, জেরেমি ললোর, হ্যারি টেকটর (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, লরক্যান টাকার, শেন গেটকাটে, গ্যারেথ ডেলানি, গ্রাহাম হুমে, জনাথান গার্থ, পিটার চেজ।
বাংলাদেশ ইমার্জিং একাদশ:
সাইফ হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, আকবর আলী, রাকিবুল হাসান, মুকিদুল ইসলাম, খালেদ আহমেদ, রেজাউর রহমান।
আরআই