ইসলামি প্রজাতন্ত্র ইরানে হিজাব পরা বাধ্যতামূলক। হিজাব পালন না করলে শাস্তির আওতায় আসতে হয় দেশটির নাগরিককে। এবার হিজাব না মেনে শাস্তির মুখে পড়লেন দেশটির বিখ্যাত অভিনেত্রী আফসানে বেগান। তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। খবর এএফপির।
ইরানি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বুধবার বলা হয়েছে,
হিজাব না পরে ওই অভিনেত্রী পশ্চিমা হ্যাট পরেন, যা হিজাবের খেলাপ হয়। এ জন্য তাকে শাস্তির
আওতায় নেওয়া হয়।
ইরানের হিজাব আইনে বলা হয়েছে, জনসম্মুখে প্রাপ্ত বয়স্কা নারীদের জনসম্মুখে
মাথা ও ঘাড় ঢেকে রাখা বাধ্যতামূলক। এর ব্যতয় হলে হিজাব আইন লঙ্ঘন বলে ধরে নেওয়া হয়।
এ আইনের আওতায় নায়িকাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসাথে সামাজিক মাধ্যম ব্যবহার
এবং বিদেশ ভ্রমণে ৫ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নায়িকা আফসানে মানসিক রোগে ভুগছেন মন্তব্য করে আদালত বলছে, পরিবারবিরোধী
মনোভাবও রয়েছে তার। এজন্য ৬১ বছর বয়সী এ অভিনেত্রীকে সপ্তাহে অন্তত একবার মানসিক হাসপাতালে
যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। শুধু তাই নয়, চিকিৎসার পর স্বাস্থ্য সংক্রান্ত সনদ আদালতের
কাছে জমা দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।
এ অভিনেত্রী সম্প্রতি এক সিনেমা প্রদর্শনীতে হিজাব না পরে উপস্থিত হয়েছিলেন।
এরপর সেই অনুষ্ঠানে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। এরপরই তার বিরুদ্ধে
অভিযোগ আনা হয়।
আরআই