এশিয়া কাপ: অদ্ভুত সূচিতে দুশ্চিন্তায় বাংলাদেশ

রবি
২০ জুলাই ২০২৩

ক’দিন বাদেই মাঠে পর্দা উঠবে এশিয়া কাপের। এবারের এশিয়া কাপে ভালো করতে চায় বাংলাদেশ। তবে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সূচি। দুই দিনের বিরতিতে দুটি ভিন্ন দেশ, ভিন্ন কণ্ডিশন আর ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামতে হবে সাকিব-তামিমদের।

 

কেবল গ্রুপ পর্ব নয়, সুপার ফোরেও এ লম্বা সফর করতে হবে বাংলাদেশ দলের। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে এমন অদ্ভুত সূচির কবলে পড়তে হলো বাংলাদেশের।

 

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৩১শে আগস্ট প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এর পরের ম্যাচ ৩ সেপ্টেম্বর লাহোরে। মাত্র দুইদিনের বিরতিতে প্রায় ৩ হাজার কিলোমিটার দূরে দুটি ম্যাচ খেলতে হবে। কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার সুযোগ পাবে না বাংলাদেশ। অন্‌যদিকে ভ্রমণের ক্লান্তি তো থাকছেই।

 

ভ্রমণের ঝামেলা শুধু প্রথম রাউন্ডে নয়, দ্বিতীয় রাউন্ডে পিছু ছাড়বে বাংলাদেশের। ৬ তারিখে গাদ্দাফি স্টেডিয়ামে খেলতে হবে সুপার ফোরের প্রথম ম্যাচ। এর দু’দিন পর শ্রীলঙ্কার কলম্বোতে পরের ম্যাচ। দীর্ঘ ভ্রমণ শেষে কন্ডিশনে মানিয়ে নেওয়া কষ্টকর হবে টাইগারদের জন্য।

 

তবু ভালো করার প্রত্যয় সাকিব-তামিমদের। কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে এশিয়া কাপের শিরোপা ঘরে তুলতে চায় বাংলাদেশ।

 

আরআই


মন্তব্য
জেলার খবর