নওগাঁয় ফৌজিয়া বেগম হত্যা মামলায় তার স্বামী রেজাউল করিমকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
রেজাউল করিম পত্নীতলা উপজেলার বোয়ালী এলাকার মৃত রিয়াজের ছেলে। বৃহস্পতিবার (২০ জুলাই) রাত দেড়টার দিকে জেলার পোরশা উপজেলার তিলনা এলাকা তাকে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জুলাই রাত সাড়ে ১০টার দিকে রেজাউল করিম সঙ্গে তার স্ত্রী ফৌজিয়া বেগমের (৩৮) সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। এরপর স্ত্রীকে মারপিট করতে থাকেন, একপর্যায়ে তার পেটে চাকু ঢুকিয়ে দেন। এতে স্ত্রীর নাড়িভুড়ি বের হয়ে যায়। পরে তার ছেলে-মেয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয় গত ১৭ জুলাই। এ ঘটনায় ফৌজিয়া বেগমের বাবা পত্নীতলা থানায় হত্যা মামলাটি করেন।
বিডি/সি/এমকে