নওগাঁয় শুদ্ধাচার পুরস্কার পেলেন উপসহকারী কৃষি অফিসার আরেফীন

আবু ইউসুফ, নওগাঁ থেকে
২০ জুলাই ২০২৩

জেলা পর্যায়ে নওগাঁয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন নওগাঁ সদর উপজেলার উপসহকারী কৃষি অফিসার মো. মেসবাউল আরেফীন। দাপ্তরিক কাজে পেশাগত দক্ষতাসহ শুদ্ধাচার চর্চাবিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি স্বরূপ তাকে এ পুরস্কৃত করা হয়। বুধবার দুপুরে আনুষ্ঠাকিভাবে নওগাঁ জেলা কার্যালয়ের পক্ষ থেকে তাকে এ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. শামসুল ওয়াদুদসহ অন্যান্যরা।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর