ঈশ্বরগঞ্জে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
২০ জুলাই ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা সাহিত্য মেলার আয়োজন, জাতীয় শোক দিবস পালন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯৩তম জন্মবার্ষিকী বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন সভাপতিত্ত্ব করেন।

সভায় উপস্থিত ও বক্তব্য দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিম, থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, আব্দুল হাই, কবি সোহরাব পাশা, আলম মাহবুব, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ শাখার আহবায়ক খাইরুল ইসলাম আল আমিন প্রমুখ।

 

বিডি/হুমায়ুন কবীর/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর