গুরুদাসপুরে ফ্রিতে জন্ম-মৃত্যু নিবন্ধন, মিলছে উপহারও

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
২০ জুলাই ২০২৩

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে জন্ম-মৃত্যু নিবন্ধন ক্যাম্প শুরু হয়েছে। এ ক্যাম্পে পরিষদটি তার নাগরিকদের জন্য ফ্রিতে জন্ম মৃত্যু নিবন্ধনের সুযোগ দিয়েছে। সেই সঙ্গে নিবন্ধন করলেই উপহার হিসেবে মিলছে তোয়ালে শিশুতোষ খেলনা সামগ্রী।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে পরিষদ চত্তরে এ ক্যাম্পের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো.আইয়ুব আলী।

জানা গেছে, শূন্য থেকে ৪৫ দিন বয়সী শিশুদের পাশাপাশি দেড় মাস থেকে এক বছর বয়সী শিশুদের ফ্রি জন্ম নিবন্ধন করা হচ্ছে ক্যাম্পে। পাশাপাশি ৩০ দিনের মধ্যে মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন মৃত্যুসনদ প্রদান করা হচ্ছে ওই ক্যাম্পে।

ইউপি সচিব জালাল উদ্দিন জানান, ৩১ জুলাইয়ের মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধনের লক্ষ্য অর্জনের জন্য ক্যাম্পের আয়োজন। ইউপি চেয়ারম্যান মো.আইয়ুব আলী জানান, ৩১ জুলাই পর্যন্ত এ ক্যাম্প চলমান থাকবে। জন্ম-মৃত্যু নিবন্ধনে অভিভাবকদের উৎসাহিত করতে উপহার প্রদান করা হচ্ছে।

 

বিডি/সাজেদুর রহমান/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর