নিউজিল্যান্ডের মাটিতে কখনই জয় পায়নি বাংলাদেশ। এ পর্যন্ত ৯টি টেস্ট, ১৩টি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে টাইগাররা। ২৬ ম্যাচের সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের কৌশল জানালেন বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
চলমান নিউজিল্যান্ড সফরে সাফল্য পেতে হলে তিন বিভাগে ভালো খেলার পাশাপাশি দলগতভাবে খেলার ওপর জোর দিয়েছেন তিনি। নিউজিল্যান্ড সফর নিয়ে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় মাহমুদুল্লাহ বলেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশন সবসময়ই চ্যালেঞ্জিং। এটি আমাদের পক্ষে সহজ হবে না। দল হিসেবে আমাদের তিন বিভাগেই পারফরমেন্স করতে হবে। নিউজিল্যান্ড দল দারুন ছন্দে রয়েছে। সদ্যই তারা অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে। তাদের শক্তির কথা চিন্তা করাই আমাদের জন্য ভালো হবে। আমাদের শক্তি ও দুর্বলতাগুলো নিয়ে ভাবতে হবে। আমি মনে করি, আমাদের যদি ভালো ক্রিকেট খেলার মানসিকতা থাকে তবে আমরা ভালো করতে পারবো।’
ডুনেডিনের ইউনিভার্সিটি অব ওটাগোতে আগামী ২০ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ২৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ২৬ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। প্রথম ও তৃতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। আর দ্বিতীয়টি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
এরপর হ্যামিল্টনের সেডন পার্কে ২৮ মার্চ বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ৩০ মার্চ ও ১ এপ্রিল হবে পরের দু’টি টি-টোয়েন্টি। শেষ দু’টি টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।
আরআই