দেশের জ্বালানি খাতে আমিরাতের বিনিয়োগের ইচ্ছা

নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৩

দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতকালে এ কথা জানিয়েছেন আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তি মন্ত্রী ড. সুলতান আহমেদ আল জাবের।

 

তিনি বলেছেন, ‘আমিরাত থেকে দুটি দল পাঠানো হবে। একটি নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আলোচনা করবে। আর অন্যটি ব্যবসা নিয়ে আলোচনা করবে।’

 

বৈঠকে জলবায়ু পরিবর্তন ইস্যুতে প্রধানমন্ত্রীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তি মন্ত্রী। সুলতান আহমেদ বলেন, আমরা একটি গেম চেঞ্জার হতে চাই। সেজন্য কনফারেন্স অব দ্য পার্টিস (কপ২৮) এর আগে সমস্যা সমাধানের জন্য জলবায়ু তহবিল সংগ্রহের ওপর জোর দিচ্ছি।

 

কপ-২৮ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এ সম্মেলনে প্যারিস চুক্তির বৈশ্বিক স্টকটেক নিয়ে আলোচনা হবে।

 

আমিরাত প্রেসিডেন্সি ১ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা বজায় রাখার জন্য বিশ্বব্যাপী জলবায়ু কর্মপন্থাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে অগ্রগতি এবং বিশাল ব্যবধানের একটি বাস্তবসম্মত মূল্যায়ন করতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আরআই


মন্তব্য
জেলার খবর