বিশ্বের সবচেয়ে বড় অফিস গুজরাটে

রবি
২১ জুলাই ২০২৩

পেন্টাগনকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় অফিসের দাবিদার এখন ভারত। দেশটির গুজরাটে ৩৫ একর এলাকা জুড়ে তৈরি করা হয়েছে বিশাল অফিস। গুজরাটের সুরাতে অফিসটি তৈরি করেছে সুরাত ডায়মন্ড বুর্স। খবর সিএনএনের।

 

এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, সুরাত ডায়মন্ড বুর্স ১৫ তলা বিশিষ্ট একটি অফিস ভবন। অফিসটি ৩৫ একর জায়গা জুড়ে রয়েছে। এটি আকারে আমেরিকার পেন্টাগনের চেয়ে বড়।

 

অফিসটিতে মোট ৬ লাখ ৬০ হাজার বর্গমিটার কাজের জায়গা (ফ্লোর এরিয়া) রয়েছে। অন্যদিকে পেন্টাগনে কাজের জায়গা ৬ লাখ ২০ হাজার বর্গমিটার। সুরাতে ৬৫ হাজার কর্মচারী কর্মরত রয়েছেন। যেখানে পেন্টাগনে কাজ করেন ২৬ হাজার কর্মকর্তা-কর্মচারী। চলতি বছরেই এ অফিস ভবনটির উদ্বোধন করা হবে বলে জানানো হয়েছে।

 

সুরত মূলত হিরার ব্যবসায়ের জন্য বিখ্যাত। খনি থেকে তুলে আনা হিরে কেটে এখানেই বাজারজাতকরণের উপযোগী করে তোলা হয়। হিরার অলঙ্কারও তৈরি করা হয় এখানে।

 

দাবি করা হচ্ছে বিশ্বের ৯০ শতাংশের বেশি হিরা কাটা হয় সুরতে। সুরতে থেকে হিরা নিয়ে বাজারে বিক্রির উপযোগী করার জন্য এতোদিন ব্যবসায়ীদের মুম্বাই যেতে হতো। কিন্তু এখন আর তা করতে হবে না। একই ছাদের নিচে সব কাজ সারতে পারবেন।

 

প্রকল্পের সিইও মহেশ গাধভি জানিয়েছেন, সুরাত ডায়মন্ড বুর্স গুজরাতের হিরার বাজারকে আরও এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে।

 

অফিস ভবনটি তৈরি করতে খরচ হয়েছে ৩,২০০ কোটি টাকা। ১৫ তলার বহুতলে কর্মীদের যাতায়াতের সুবিধার জন্য রয়েছে মোট ১৩১টি লিফ্‌ট।

 

 

অফিসটি ঠাণ্ডা থাকবে প্রাকৃতিক উপায়ে। সে জন্য রয়েছে বায়ু চলাচলের ব্যবস্থা। বিদ্যুতের জন্য ব্যবহার করা হয়েছে সৌরশক্তি। পরিবেশের ভারসাম্যে কোনো ধরনের প্রভাব ফেলবে না ভবনটি। দাবি নির্মাতাদের।

 

আনন্দবাজার/আরআই


মন্তব্য
জেলার খবর