আমিরাতে এরদোয়ান, ৫০ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

রবি
২১ জুলাই ২০২৩

আমিরাতে এরদোয়ান, ৫০ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

আঞ্চলিক সম্পর্ক জোরদার ও বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত সফর করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এ সফরে বুধবার সংযুক্ত আরব আমিরাতের সাথে ৫০ দশমিক ৭ বিলিয়ন ডলারের বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

 

তিন উপসাগরীয় দেশ সফরের অংশ হিসেবে বুধবার সংযুক্ত আরব আমিরাতে যান তুরস্কের প্রেসিডেন্ট। তাকে রাজধানী আবুধাবিতে স্বাগত জানান দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

 

৫০ দশমিক ৭ বিলিয়ন ডলারের বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর চুক্তির আওতায় জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ, মহাকাশ ও প্রতিরক্ষা সহযোগিতার মতো বিষয় রয়েছে।

 

এছাড়া তুরস্কের ভূমিকম্প রিলিফ বন্ডে ৮.৫ বিলিয়ন ডলার অর্থায়নের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় তহবিল বিষয়ক আবুধাবি সোভরেন ওয়েলথ ফান্ড এডিকিউ।

 

চুক্তি স্বাক্ষর বিষয়ে তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বক্তব্যে এরদোয়ান বলেন, ‘যৌথ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমরা আমাদের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের নতুন উচ্চতায় উন্নীত করব।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর