মাত্র ১৬ মিনিটের ব্যবধানে পর পর তিনবার ভুমিকম্পে কেঁপে উঠল ভারতের জয়পুর।
শুক্রবার ভোরে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ইন্ডিয়া
টুডের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত
করেছেন। ভূমিকম্পের বিষয়টি জানিয়ে এক টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘জয়পুরসহ রাজ্যের
বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আশাকরি সবাই নিরাপদে আছেন!’
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, শুক্রবার ভোর ৪টা ৯মিনিটের দিকে
প্রথমবার কেঁপে উঠে জয়পুর। এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। গভীরতা ছিল ১০ কিলোমিটার। এর কিছুক্ষণ
পর দ্বিতীয় ভূকম্পনটি অনুভূত হয়। রিখাটর স্কেলে এর মাত্রা ছিল ৩.১। ভূমিতে এর গভীরতা
ছিল ৫ কিলোমিটার। এর ঠিক তিন মিনিট পর তৃতীয় ভূকম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর
মাত্রা ছিল ৩.৪। ভূপৃষ্ঠে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরআই