মিয়ামির শুরুর একাদশে মেসিকে না রাখায় ভক্তমনে ক্ষোভ

রবি
২২ জুলাই ২০২৩

জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে বরণ করে নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি। মেসিকে পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে ক্লাবটির। অবশেষে মেসিকে পেয়ে বেশ উচ্ছসিত দলের সতীর্থরা। মেসিও দলের ময়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন মেসি।

 

তবে সেই অপেক্ষা কিছুটা দীর্ঘ হচ্ছে। এখনই মেসিকে মাঠে নামাতে চায় না মিয়ামি। স্কোয়াডে রাখা হলেও একাদশে জায়গা পাননি। শনিবার (২২ জুলাই) ভোর ৬টায় লিগ কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে মাঠে নামে লিওনেল মেসির দল ইন্টার মিয়ামি।

 

মেসিকে মাঠে দেখতে মুখিয়ে আছে ভক্তরা। একাদশে না দেখে নিতান্ত হতাশই হয়েছে তারা। ম্যাচটিতে ডাগআউটে মেসির সাথে সার্জিও বুসকেটসও রয়েছেন। ধারণা করা হচ্ছে, প্রথমার্ধের শেষদিকে বা দ্বিতীয়ার্ধে এ দুই ফুটবলারকে মাঠে নামাতে পারে মিয়ামি। তাতে দুজনেরই অভিষেক হবে মার্কিন ক্লাবটিতে।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর