শয্যা সংকট চরমে

নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২৩

null

দেশে একদিকে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। অন্যদিকে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। শয্যা নিয়ে আক্রান্ত রোগী ও তাদের স্বজনদের মধ্যে চলছে এক ধরণের হাহাকার। উদ্ভূত পরিস্থিতিতে  বাধ্য হয়ে আরেক রোগীর সঙ্গে বিছানা ভাগাভাগি করে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ডেঙ্গু ওয়ার্ডের বাইরে  বিছানা না পেয়ে হাসপাতালের মেঝে বারান্দায় চিকিৎসা নিচ্ছেন অনেকে। প্রয়োজনের তুলনায় শয্যা না থাকায় ডেঙ্গু রোগীর ভিড়ে অন্য রোগীরা কোণঠাসা হয়ে পড়ছেন।

রাজধানীর একাধিক হাসপাতালে এমন চিত্র বিরাজ করছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৮৯৬ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন এক ডেঙ্গু রোগী।

প্রাপ্ত তথ্য বলছে, ডেঙ্গুপিক সিজনএখনো শুরু হয়নি। অথচ এর মধ্যেই গত ১০ বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। এর আগে এক মাস হিসেবে জুলাইয়েও এতো মৃত্যু দেখেনি দেশে। এমন পরিস্থিতিতে ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের।

স্বাস্থ্য সেবা সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালে শয্যার চেয়ে অধিক ভর্তি বিছানা শেয়ারে একাধিক রোগীর চিকিৎসার ক্ষেত্রে বহুমাত্রিক নেতিবাচক প্রভাব রয়েছে। যেমন শয্যাভিত্তিক বাজেট বরাদ্দ থাকায রোগীদের ডায়েট (খাবার বরাদ্দ) ওষুধ প্রদান চ্যালেঞ্জের মুখে পড়ে। ডায়াগনোসিসসহ কোয়ালিটি কেয়ার সম্ভব হয় না। আরেক কথা রোগীর গোপনীয়তা থাকে না।

হাসপাতালের ডাক্তাররা বলেছেন, রোগীর চাপ বাড়তে থাকায় কিছু সংকট সৃষ্টি হলেও ডাক্তার ও নার্স সবাই সর্বোচ্চ চেষ্টায় চিকিৎসাসেবা প্রদান করেন। ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গুবাহি এডিশ মশার বিস্তার ঠেকাতে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর