এসএসসি পাসে ১৫ হাজার টাকা বেতনে এসিআই গ্রুপে চাকরি

নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২৩

ডিস্ট্রিবিউশন ক্যাডেট পদে চাকরি দেবে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই)। পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাসের কথা বলা হয়েছে। বেতন ১২ -১৫ হাজার টাকা। সম্প্রতি এসিআই দেওয়া এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- চাকরি হলে কাজ করতে হবে কুমিল্লা, কুষ্টিয়া, চট্টগ্রাম, নরসিংদী, বগুড়া, বরিশাল, ময়মনসিংহ, মাদারীপুর, রংপুর, রাজশাহী, ঢাকা (সাভার), মৌলভীবাজারের (শ্রীমঙ্গল) মধ্যে যেকোনো এক জেলায়।

 

দায়িত্ব হিসেবে প্রতিদিন কাস্টমারের ঠিকানায় সময়মতো পণ্য ডেলিভারি এবং পণ্যের মূল্য সংগ্রহ করে অফিসে জমা দিতে হবে। পূর্ণকালীন এ চাকরির জন্য প্রার্থীর বয়স থাকতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞা সম্পর্কে কিছু বলা না হলেও নিজস্ব মোটরসাইকেল/সিএনজি/ব্যাটারিচালিত অটোরিকশা থাকলে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

 

প্রার্থীর অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকার পাশাপাশি নিজস্ব স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে। আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই, ২০২৩।


মন্তব্য
জেলার খবর