বিশ্বজুড়ে জনপ্রিয় পুতুল চরিত্র বার্বিকে নিয়ে নির্মিত হলিউড সিনেমা ‘বার্বি’। আর এই সিনেমায়
গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রমজান
মিয়া।
গ্রেটা গেরউইগ নির্মিত এই সিনেমায় রমজানকে ‘দক্ষিণ এশিয়ান কেইন’ চরিত্রে দেখা যাবে।
আর তাই সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বাংলাদেশিদের মাঝে। ইতোমধ্যে ঢাকার স্টার সিনেপ্লেক্সে
সিনেমাটির প্রিমিয়ারে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এ হলিউড অভিনেতা। বর্তমানে তিনি
ঢাকাতেই অবস্থান করছেন।
সিনেমাটি শুক্রবার (২১ জুলাই) সারাবিশ্বে মুক্তি পেয়েছে। এই সিনেমার মূল
দুই চরিত্রের মধ্যে ‘বার্বি’র ভূমিকায় দেখা যাবে মার্গট রবি ও ‘কেইন’ চরিত্রে রায়ান গসলিংকে।
যুক্তরাজ্যের মডেল ও অভিনেতা হিসেবে জনপ্রিয় হয়ে ওঠা রমজানের বাবা কুদ্দুস
মিয়ার জন্ম ও বেড়ে ওঠা সিলেটে। পরে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। আর যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারের
লুটন শহরে রমজানের জন্ম। লন্ডনে সিলেটের আঞ্চলিক ভাষায় নাটক নির্মাণ করেন কুদ্দুস মিয়া।
বাবার নাটকেই প্রথম অভিনয় করেন রমজান।
‘বার্বি’ ছাড়াও ‘গোস্ট স্টোরিজ’, ‘এনোলা হোমস ২’সহ হলিউডের বেশ কয়েকটি
সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন ২৯ বছর বয়সী এ অভিনেতা।