মোটরসাইকেলের নারী আরোহী নিহত, চেয়ারম্যান আহত

০৯ মার্চ ২০২১

পঞ্চগড় সংবাদদাতা

চলন্ত মোটরসাইকেলের পেছনে ট্রাক ধাক্কা দেওয়ায় ডলি আক্তার (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের চালক ও ইউপি চেয়ারম্যান ওমর আলী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের সিএন্ডবি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ডলি আক্তারের বাড়ি আটোয়ারী উপজেলার তোড়েয়া ইউনিয়নের কাঠালী গ্রামে। তিনি ওই এলাকার হেলাল হোসেনের স্ত্রী। আর ওমর আলী হলেন একই উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুক্তভোগীরা জেলা শহরের দিকে আসছিলেন। দুর্ঘটনার সময় ডলি আক্তার সড়কে ছিটকে পড়ে এবং ট্রাকের একটি চাকা তার ওপর দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তারা কেন শহরের দিকে আসছিলেন তা জানা যায়নি। পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক দ্বীন মোহাম্মদ জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে।

 

এএন/এমকে

 

 

 

 

 

 


মন্তব্য
জেলার খবর