ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো শতক হাঁকিয়ে ইতিহাস গড়লেন নারী ক্রিকেটার ফারজানা হক পিংকি। ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন এ ব্যাটার। এর আগে সর্বোচ্চ ৭৫ রান করেছিলেন সালমা খাতুন।
পিংকির শতকে ভর করে শক্তিশালী ভাতের বিপক্ষে টাইগ্রেসদের সংগ্রহ ২২৫। এ রান করতে গিয়ে ৪ উইকেট খরচ করে মেয়েরা। এটাই নারীদের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে সর্বচ্চ ২১০ রান করেছিল।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দু'টি ম্যাচে একটি করে জয় নিয়ে সিরিজে সমতায় রয়েছে দু'দল। আজকের ম্যাচ জিততে পারলে ইতিহাস গড়বে নারীরা।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিগার সুলতানা। ক্রিজে ব্যাট করতে নেমে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার
নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ শামিমা সুলতানা ও ফারজানা হক পিংকি। তাদের জুটি থেকে আসে ৯৩ রান। ৭৮ বলে ৫২ রান করে আউট হন পিংকি।
শামিমা আউট হয়ে ফিরলেও ক্রিজে একপ্রান্ত আগলে থাকেন পিংকি। তার সাথে যোগদেন নিগার। ২৪ রানে নিগার আউট হলে ভাঙে ৭১ রানের এ জুটি। এরপর রিতু মনি বিদায় নেন মাত্র ২ রানে। তখনও বাংলাদেশের রানের চাকা সচল থাকে পিংকির ব্যাটে।
পিংকি এরপর লড়াই চালান সোবানা মোস্তারিকে নিয়ে। এরমধ্যে সেঞ্চুরিও তুলে নেন বাংলাদেশি ওপেনার। ১৫৬ বলে তিন অংকের ঘর স্পর্শ করেন তিনি। শেষ বলে ১০৭ রানে আউট হন তিনি। সোবানা ২২ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন।
আরআই