রাণীনগরে পাউবো মহাপরিচালককে নাগরিক সংবর্ধনা

আবু ইউসুফ, নওগাঁ
২২ জুলাই ২০২৩

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক প্রকৌশলী মো. রমজান আলী প্রামানিককে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২২ জুলাই) দুপুরে উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

মো. রমজান আলী প্রামানিকনওগাঁর রাণীনগর উপজেলার কয়াকুঞ্চি গ্রামের কৃতি সন্তান। সম্প্রতি তাকে পাউবোর মহাপরিচালক নিযুক্ত করায় উপজেলার সুধী সমাজ তাকে এ সংবর্ধনা দিল। রমজান আলী আবাদপুকুর উচ্চ বিদ্যালয় থেকেই এসএসসি পাশ করেন।

 

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: শাহজাহান আলীর সভাপতিত্বে ও বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার শাকিলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ও  বক্তব্য দেন- নওগাঁ- (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.  আনোয়ার হোসেন হেলাল, পানি উন্নয়ন বোর্ডের বগুড়া জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন আরেক শিক্ষার্থী উপজেলার পাকুড়িয়া গ্রামের কৃতিসন্তান এবং ঢাকা মালিবাগ গোয়েন্দা (সিআইডি) শাখার কর্মকর্তা আছলাম আলী সরকার, আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী প্রদ্যুত কুমার সরকার, বর্তমান প্রধান শিক্ষক আবদুস সোবহান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী শিক্ষার্থীরা। পরে বিদ্যালয় প্রাঙ্গনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর