শিক্ষার্থীদের মাঝে কিশোর কন্ঠ পাঠক ফোরামের চারা বিতরণ

নীলফামারী প্রতিনিধি
২২ জুলাই ২০২৩

নীলফামারীতে স্থানীয় ৫০ জন শিক্ষার্থীর মাঝে  গাছের চারা বিতরণ করেছে কিশোর কন্ঠ পাঠক ফোরাম নীলফামারী জেলা শাখা।

শনিবার (২২ জুলাই) বিকালে জেলার টেংগনমারি এলাকায় এ চারা বিতরণ করা হয়। প্রত্যেককে দেওয়া হয়েছে একটি করে ফলজ, বনজ ঔষধি গাছের চারা।

'একটি হলেও বৃক্ষ রোপন করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাশ লাগুক সবার প্রাণে' স্লোগান নিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে সংগঠনটি।

গাছের চারা বিতরণকালে কিশোর কণ্ঠের নীলফামারী জেলা শাখার সেক্রেটারি তাজমুল হাসান সাগর, টেংগনমারি থানার সভাপতি আরমান হাফিজ মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর