মন্তব্য
নীলফামারীতে স্থানীয় ৫০ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করেছে কিশোর কন্ঠ পাঠক ফোরাম নীলফামারী জেলা শাখা।
শনিবার (২২ জুলাই) বিকালে জেলার টেংগনমারি এলাকায় এ চারা বিতরণ করা হয়। প্রত্যেককে দেওয়া হয়েছে একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।
'একটি হলেও বৃক্ষ রোপন করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাশ লাগুক সবার প্রাণে' এ স্লোগান নিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে সংগঠনটি।
গাছের চারা বিতরণকালে কিশোর কণ্ঠের নীলফামারী জেলা শাখার সেক্রেটারি তাজমুল হাসান সাগর, টেংগনমারি থানার সভাপতি আরমান হাফিজ মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন ।
বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে