পুকুরের পানিতে ভাসছিল ১৪ মাস বয়সী কন্যা

আবু ইউসুফ, নওগাঁ
২২ জুলাই ২০২৩

null

নওগাঁর রাণীনগরে পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় ১৪ মাস বয়সী এক মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ জুলাই) দুপুরে বড়গাছা ইউপির ভাদালিয়া গ্রামে ঘটনা ঘটে।

স্থানীয়সহ রাণীনগর থানার ওসি বলছেন, খেলাধুলা করার সময় পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। এরপর ডুবে যাওয়ায় মারা গেছে।

ওই শিশুর নাম তাসলিমা খাতুন। সে ভাদালিয়া গ্রামেরই বাসিন্দা আব্দুল বারিকের মেয়ে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, তাসলিমা দুপুর ১২টার দিকে বাড়ির উঠান পুকুর পাড়ে খেলাধুলা করছিল। সময় পরিবারের সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পবিরারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখতে পায়। এরপর তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর