ডেঙ্গু: রেকর্ড রোগী ভর্তি, মৃত্যু ১১

নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২৩

null

গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, দুই হাজার ২৪২ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১১ জন মারা গেছেন।

শনিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কন্ট্রোল রুমের হিসাবে, মারা যাওয়া ১১ জনের মধ্যে ঢাকারই ৯ জন। বাকিরা ঢাকার বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ১৬৭ জন ডেঙ্গু রোগী মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে এক হাজার ২৩৯ জন ঢাকার। বাকি এক হাজার তিন জন অন্যান্য বিভাগের। চলতি বছরে এখন পর্যন্ত ৩০ হাজার ৬৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, হাসপাতালে মোট ভর্তিকৃতদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৩ হাজার ৮৬২ জন। বর্তমানে ছয় হাজার ৬৫৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে তিন হাজার ৮৩৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে রয়েছেন।

 

বিডি/এন/সি


মন্তব্য
জেলার খবর