নিখোঁজ কারাবন্দি রুবেল নরসিংদী থেকে গ্রেফতার

০৯ মার্চ ২০২১

চট্টগ্রাম সংবাদদাতা

নিখোঁজের চারদিনের মাথায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দি ফারহাদ হোসেন রুবেলকে (হাজতি নম্বর ২৫৪৭/২১)   গ্রেপ্তার করেছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (৯ মার্চ) সকালে নরসিংদীর রায়পুর থানার বাল্লাকান্দি চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানায়। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নেজাম উদ্দিন জানান, তাকে চট্টগ্রামে আনা হচ্ছে। গত শনিবার (৬ মার্চ) সকালে নিয়মিত বন্দি গণনাকালে রুবেলের নিখোঁজ থাকার বিষয়টি প্রকাশ হয়।

ওসি মো. নেজাম উদ্দিন জানান, গোপন সংবাদে খবর পেয়ে টিম কোতোয়ালী নরসিংদী পুলিশের সহযোগিতায় রুবেলকে গ্রেফতার করেছে। তদন্ত কমিটির প্রধান খুলনা রেঞ্জের ডিআইজি প্রিজন্স মো. ছগির মিয়া সংবাদ মাধ্যমকে বলেন, আমাদের ধারণা দেয়াল টপকেই হাজতি রুবেল পালিয়ে যেতে পারে। কোন পথে  রুবেল পালাতে পারে তা নিশ্চিত হতে সম্ভাব্য সব কিছুই যাচাই করা হয়েছে। ঘটনার দিনের সব সিসি টিভির ফুটেজ দেখেছি। একটি ফুটেজে তাকে ফাঁসির মঞ্চের পাশের দেয়ালের দিকে যেতে দেখা গেছে। তবে শতভাগ নিশ্চিত করে বলতে পারছি না,- ওদিকেই সে পালিয়েছে।

রুবেল একটি হত্যা মামলার আসামি।৯ ফেব্রুয়ারি তাকে কারাগারে পাঠান আদালত। তার নিখোঁজের বিষয়টি প্রকাশের পরপরই কারাগার সংশ্লিষ্টদের মধ্যে শুরু হয় তোলপাড়। কোতোয়ালী থানায় সাধারণ ডায়রি করেন সিনিয়র জেল সুপার।কারাগারের ভেতরে পুলিশ ও ফায়ার সার্ভিস তল্লাশি চালায়। দায়িত্ব অবহেলার অভিযোগে জেলার, ডেপুটি জেলার ও দুই কারারক্ষিকে প্রত্যাহার করা হয়।পুলিশ ও জেলা প্রশাসকের পক্ষ থেকে গঠন করা হয় তিন সদস্য বিশিষ্ট  দুটি আলাদা তদন্ত কমিটি। লায়

প্রসঙ্গত, নগরীর সদরঘাট থানার এসআরবি রেল গেট এলাকায় ৫ ফেব্রুয়ারি গভীর রাতে  আবুল কালাম আবু নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীর বুকে ছুরিকাঘাত করা হয়। পরদিন সকালে হাসপাতালে চিকিৎসাধীন আবুল কালাম মারা যান। এই ঘটনায় ৬ ফেব্রুয়ারি গভীর রাতে ডবলমুরিং থানার মিস্ত্রি পাড়া থেকে রুবেলকে গ্রেপ্তার করে সদরঘাট থানা পুলিশ। তুচ্ছ ঘটনায় রুবেলই ওই ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে বলে জানায় পুলিশ।

ডিকেটি/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর