null
রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ সাজিদ ও সিয়াম নামের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২৬ ঘণ্টার পর জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকায় তাদের পাওয়া যায়।
শনিবার বেলা আড়াইটার দিকে প্রথমে সিয়ামের (১১) ও বিকাল সাড়ে ৪টার দিকে সাজিদের (১২) লাশ উদ্ধার করা হয়।
সিয়াম রাজশাহীর চর সাতবাড়িয়া এলাকার শুকুর আলীর ছেলে, রাজশাহী নগরীর ডাঁশমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। সাজিদ চরশ্যামপুর এলাকার নেকবর আলীর ছেলে ।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, শুক্রবার দুপুরে সিয়াম ও সাজিদ সাতবাড়িয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমেছিল। এ সময় তারা দু’জনই গভীর পানিতে তলিয়ে যায়।
তিনি জানান, ফায়ার সার্ভিসের দুইটি ডুবুরি দল তাদের উদ্ধারে কাজ শুরু করে। শুক্রবার রাত ৮টা পর্যন্ত অভিযান চালালও তাদের সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে ফের উদ্ধার অভিযান শুরু হয়।
রাজশাহী নৌ পুলিশের এসআই শাহরিয়ার বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি/সি/এমকে