রাশিয়ার রাজধানী মস্কোর পশ্চিমাঞ্চলে একটি শপিংমলে গরম পানির পাইপে বিস্ফোরণের
ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আরো ৭০ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বিসয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন,
‘শনিবার (২২ জুলাই) ‘সিজন্স’ নামে শপিংমলে একটি গরম পানির পাইপে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের
ফুটন্ত পানি শপিংমলের একাংশে ছড়িয়ে পড়ে। এর ফলে হতাহতের ঘটনা ঘটেছে।’
সামাজিক মাধ্যমে এ ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে দেখা যায়,
সিড়ির ওপর একটি দেয়ালে বড় গর্তের সৃষ্টি হয়েছে। অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ভবনের
দরজা দিয়ে গরম বাষ্প বের হচ্ছে। ঘটনাস্থলে আহত ক্রেতা ও মলের কর্মীদের প্রাথমিক চিকিৎসা
দেয়া হচ্ছে।
কী কারণে গরম পানির পাইপ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। বিস্ফোরণের
প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে বলে জানিয়েছেন মেয়র সোবিয়ানিন।
আরআই