স্নাতক পাসে লোক নেবে আকিজ রিসোর্স, সুযোগ পাবেন ফ্রেশাররাও

নিজস্ব প্রতিবেদক
২৩ জুলাই ২০২৩

ডাটা এন্ট্রি অপারেটর পদে জনবল নেবে আকিজ রিসোর্সেস লিমিটেড। প্রতিষ্ঠানটি একটি শূন্যপদে লোকবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

 

আবেদন শুরু হয়েছে ২৩ জুলাই থেকে। যেকোনো বিষয়ে স্নাতক পাস শিক্ষার্থী এ পদে আবেদন করতে পারবেন। তবে ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। একটি পদে লোক নিলেও পদসংখ্যা নির্ধারিত। আকিজ রিসোর্সেস লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট https://www.akijresources.com/ থেকে আবেদন করেতে বলা হয়েছে।

 

ডাটা এন্ট্রি অপারেটর পদে কাজের ধরন জানানো হয়েছে- বিভিন্ন উত্স থেকে কম্পিউটার ডেটাবেস এবং সফটওয়্যার সিস্টেমে ডেটা আপডেট করা। ডেটা এন্ট্রির কাজগুলো সম্পাদন করা। ডেটা এন্ট্রিগুলোর রেকর্ড তৈরি করা এবং সংরক্ষণ করা।

 

চাকরির ধরন হবে পূর্ণকালীন। চাকরির স্থান হতে পারে বাংলাদেশের যেকোনো জেলা। তবে বয়সসীমা হতে হবে কমপক্ষে ২০ বছর।

 

আবেদনের শেষ তারিখ ০১ আগস্ট, ২০২৩।


মন্তব্য
জেলার খবর