পশ্চিমা দেশগুলোতে মত প্রকাশের স্বাধীনতার নামে প্রতিনিয়ত মুসলিমদের ধর্মীয়
গ্রন্থ পবিত্র কুরআন অবমাননার ঘটনা ঘটছে। এবার সুইডেনের পর ডেনমার্কে পবিত্র কোরআন
পোড়ানোর ঘটনা ঘটেছে। শুক্রবার এ কুরআন পোড়ানোর ঘটনা ঘটেছে।
তুরস্ক ভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ খবর জানানো
হয়। ওই প্রতিবেদনে বলা হয়, সুইডেনের ইসলামবিদ্বেষী গোষ্ঠী ড্যানস্কে প্যাট্রিয়টারের
সদস্যরা কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ায়। এ সময় সেখানে ড্যানিশ
পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। গোষ্ঠীটি কোপেনহেগেনে কোরআন পোড়ানোর পাশাপাশি ইসলামবিরোধী
বিভিন্ন স্লোগানও দেয়। পরে তারা ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে।
গোষ্ঠীটি জানিয়েছে, তারা ইরাকে সুইডিশ দূতাবাসে হামলার প্রতিবাদে এই কাজ
করেছে। গত বৃহস্পতিবার ভোরে সুইডেনে আবারো কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে ইরাকি নাগরিকদের
একটি দল বাগদাদের সুইডিশ দূতাবাসে হামলা চালায় এবং ভাঙচুর করে।
আরআই