মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সোনোরা অঙ্গরাজ্যের সান লুইস রিও কলোরাডোর একটি
বার থেকে বের করে দেওয়ায় ক্ষুদ্ধ হয়ে আগুন লাগিয়ে দেয়। এতে আগুনে পুড়ে অন্তত ১১ জন
নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন। এছাড়া এ ঘটনায় আরো ৪
জন দগ্ধ হয়েছেন। শনিবার বিষয়টি নিশ্চত করেছে কর্তৃপক্ষ। খবর এএফপির।
এএফপি একটি প্রতিবেদনে জানিয়েছে, নারীদের সঙ্গে খারাপ আচরণ করায় এক ব্যক্তিকে
বের করে দেয় বার কর্তৃপক্ষ। এতে লোকটি ক্ষুদ্ধ হয়ে পুনরায় ফিরে এসে বারে আগুন ধরিয়ে
দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
শুক্রবার দিবাগত রাতে বারটিতে অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছে সোনোরা রাজ্যের
প্রসিকিউটর দফতর।
এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে শহরটির
মেয়র সান্তোস গোঞ্জালেস।
আরআই