৩৫ লাখ টাকার পুরস্কার পাচ্ছে বাঘিনীরা

রবি
২৩ জুলাই ২০২৩

শেষ হয়েছে ক্রিকেটের পরাশক্তি ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজে বাংলাদেশের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় ভারতের নারীরা। শেষ ম্যাচে অবশ্য জয়  পায়নি বাংলাদেশ। তবে ভারতকেও জিততে দেয়নি নিগার সুলতানারা।

 

এ সিরিজে ভালো খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড নারী দলের জন্য পুরস্কার ঘোষণা করে। পুরস্কারের পরিমাণ ২৫ লাখ টাকা বলে জানিয়েছে বিসিবি।

 

 

এছাড়া সিরিজের শেষ ম্যাচে শতক হাকান ফারজানা হক পিংকি। তিনিই দেশের প্রথম কোনো নারী ক্রিকেটার, যিনি ওয়ানডে ক্রিকেটে শতক হাঁকিয়েছেন। তাকে দুর্দান্ত খেলার জন্য আলাদা করে ২ লাখ টাকা দেবে বিসিবি।

 

সিরিজটিতে ভালো করেছে বাংলাদেশের মেয়েরা। সব মিলিয়ে ৩৫ লাখ টাকার পরিমাণ পুরস্কার পাচ্ছে বাঘিনীরা।

 

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর