অবৈধ সম্পদ অর্জন: কারাগারে বিএনপি নেত্রী

০৯ মার্চ ২০২১

চট্টগ্রাম সংবাদদাতা

দুর্নীতি দমন কমিশন (দুদক)’র একটি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক গোলজার বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এই আদেশ দেন। এর আগে আদালতে আত্মসমর্পণসহ জামিন আবেদন করেন গোলজার বেগম। তার আরেকটি উল্লেখযোগ্য পরিচয় হচ্ছে- তিনি সিআইডির উপ-পরিদর্শক (ঢাকায় কর্মরত) মো. নওয়াব আলীর স্ত্রী।

দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ৯ অক্টোবর আদালতে ৪ জনকে আসামি দেখিয়ে মামলাটি করেন দুদক প্রধান কর্যালয়ের উপ-পরিচালক এয়াকুব আলী। এই মামলার বাকি আসামিরা হচ্ছেন- এসআই নওয়াব আলী, কর অঞ্চল-১ চট্টগ্রামের সাবেক অতিরিক্ত সহকারী কর কমিশনার বাহার উদ্দিন চৌধুরী ও কর পরিদর্শক দীপংকর ঘোষ। গত ২৫ ফেব্রুয়ারি আদালতে মামলাটির চার্জ গঠন করা হয়। চার্জ গঠনের দিনে আসামিরা কেউ আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

তদন্তকালে দুদক জানাতে পারে- গোলজার বেগমের নামে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুরে ৩৫৪ শতক জমি, চট্টগ্রাম শহরের লালখান বাজার এলাকায় পার্কিংসহ ১ হাজার ১০০ বর্গফুটের ফ্ল্যাট, একই এলাকায় ৪ শতক জমি রয়েছে। তার নামে একটি মাইক্রোবাসও রয়েছে। অথচ দুদকে জমা দেওয়া হিসাববিবরণীতে গোলজার বেগম বলছেন, তিনি মিরসরাইয়ের পশ্চিম ইছাখালীর মদ্দারহাটে হারেস আহমদ, আমিনুল হক, জাহাঙ্গীর আলম, শওকত আকবরসহ সাতজনের সঙ্গে চুক্তি করে একটি জলমহাল ইজারা নিয়ে মাছ চাষ করেছেন। কিন্তু এসব ব্যক্তি ২০ বছর আগেই মারে গেছেন বলে তদন্তকালে তথ্য পায় দুদক ।

 

এমকে


মন্তব্য
জেলার খবর