পুতিন-লুকাশেঙ্কো বৈঠক, কৌশলগত নানা বিষয়ে আলোচনা

রবি
২৩ জুলাই ২০২৩

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিরে সাথে আজ রোববার বৈঠক করার কথা রয়েছে বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কোর। বর্তমানে রাশিয়া সফরে রয়েছে ব্লারুশের প্রেসিডেন্ট। খবর রয়টার্সের।

 

শনিবার লুকাশেঙ্কো রুশ সফরে যান বলে জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র। সফরকালে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের আজ বৈঠক করবনে। এসময় দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করবেন।

 

ইউক্রেনে রুশ অভিযানের শুরু থেকে ইউক্রেনকে সবধরনের সহযোগিতা করে আসছে পশ্চিমা দেশগুলো। বিশেষ করে আমেরিকা। তেমনিভাবে এ যুদ্ধের শুরু থেকে রাশিয়ার পাশে রয়েছে ব্লারুশ।

 

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করা ওয়াগনার বাহিনী বর্তমানে ব্লারুশে অবস্থান করছে। বিষয়টি ভালোভাবে নেয়নি পোলান্ড। তারা এর জবাবে বেলারুশ সীমান্তে সামরিক ইউনিট মজুদ করেছে।

 

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ডের এমন সিদ্ধান্তের প্রেক্ষাপটে পুতিন জানিয়েছেন, ‘মিনস্কের প্রতি যেকোনো শত্রুতার প্রতিক্রিয়া জানাতে মস্কো তার কাছে থাকা সব উপায়-উপকরণ ব্যবহার করবে।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর