নির্দলীয়-নিরপেক্ষ সরকার ছাড়া এ দেশের জনগন আর কোনো নির্বাচন মানবে না। তাই আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায় সরকারের অধীনেই হতে হবে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই স্বৈরতান্ত্রিক এ সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ।
নীলফামারী জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। রোববার এ সমাবেশে জামায়াতের জেলা আমীর মো. আব্দুর রশীদ সভাপতিত্ব করেন।মাওলানা হালিম আরো বলেন, বর্তমান সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে ভেঙে ফেলেছে। দেশকে একটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছে। তিনি জানান, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে হবে। জামায়াতের এ নেতার তার বক্তব্যে কারাগারে আটক আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতাকর্মী এবং আলেম-ওলামাদের মুক্তির দাবি করেন।
জামায়াতের নীলফামারী জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন- অঞ্চল টীম সদস্য মাওলানা আব্দুল খালেক, রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম ও অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জলঢাকা উপজেলা আমীর মোখলেছুর রহমান, ছাত্রশিবিরের জেলা সভাপতি সাব্বির হোসেন প্রমুখ। সমাবেশে জেলা কর্মপরিষদ, জলঢাকা উপজেলা কর্মপরিষদ (পুরুষ ও মহিলা) সদস্য এবং বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে