মন্তব্য
দুর্নীতি উন্নয়নের বড় অন্তরায়। দেশব্যাপী দুর্নীতি দমন দুদকের (দুর্নীতি দমন কমিশন) একার পক্ষে সম্ভব নয়। তাই দুর্নীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির সঙ্গে দুদকের নবনিযুক্ত কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুনের এক সৌজন্য সাক্ষাৎকালে এ আহবান জানান। রোববার (২৩ জুলাই) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন মোছা. আছিয়া খাতুন।
রাষ্ট্রপতি আরও বলেন, দেশব্যাপী দুর্নীতি দমনে দেশবাসীর সার্বিক সহযোগিতা দরকার। আর দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকেই সচেতনতা সৃষ্টি করতে হবে। উন্নয়নকে ত্বরান্বিত করতে সমাজের সব ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলেও জানান রাষ্ট্রপ্রতি।
বিডি/এন/এমকে