মন্তব্য
চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ১৪২ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ১ ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে) এর পরিমাণ ১৫ হাজার ৪৭৫ কোটি টাকা।
রোববার (২৩ জুলাই) এ তথ্য জানা গেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এ ২১ দিনে আসা রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ১৮ কোটি ১৪ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৯৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১১৯ কোটি ৮০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৪৭ লাখ ৯০ হাজার ডলার এসেছে।
বিডি/ই/এমকে