আমনের ফলন নিয়ে শঙ্কিত চাষীদের বিক্ষোভ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২৩ জুলাই ২০২৩

পাবনার চাটমোহর উপজেলার চরসেনগ্রাম এলাকায় জাল-বাঁশের বেড়া দিয়ে আবাদি মাঠে বর্ষার পানিতে মাছচাষ করা হচ্ছে। এদিকে এভাবে মাছচাষ করায় আমন ধানের আশানুরুপ ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন চাষীরা। তাই মাছচাষ বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন তারা।

রোববার (২৩ জুলাই) দুপুরে আমন ধান গাছ নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ হয়। বিক্ষোভ শেষে চাষীদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাত করেন ও মাছচাষ বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য মতে, ওই এলাকায় ব্যক্তি মালিকানাধীন প্রায় হাজার বিঘা জমি রয়েছে। এর মধ্যে প্রায় ৬শ’ বিঘা জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। বাকি ৪শ’ বিঘা জমি অনাবাদি রয়েছে। পুরো মাঠেই এখন বর্ষার পানি। এ পানিতে নির্বিঘ্ন মাছচাষ নিশ্চিত করতে মাঠ সংলগ্ন পাকা সড়কের দুইটি ব্রিজের নিচে জাল এবং বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে। চাষীদের ভাষ্যমতে, মাছচাষের নেতৃত্বে রয়েছে স্থানীয় দুই জনপ্রতিনিধি।

ভুক্তভোগীরা জানান, প্রতিবছর বর্ষার পানিতে এখানে আশেপাশের ১৪/১৫ গ্রামের চাষিরা তাদের পাট জাগ দেন। মাছচাষে জড়িতরা পাট জাগ দিতে নিষেধ করছেন। তাই তারা পাট জাগ দিতে পারছেন না, পাটও কাটতে পারছেন না। তাছাড়া আবাদি রাক্ষসে মাছ আমন ধানের গাছ খেয়ে নষ্ট করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিম স্থানীয় সংবাদকর্মীকে বলেছেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর