সোমবার (২৪ জুলাই) ঢাকায় আসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। ছয় দিনের এ সফরকালে রোহিঙ্গা ও মানবাধিকার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করার কথা রয়েছে তার। সরকারি কর্মকর্তা ও অন্যান্য অংশীজনদের সঙ্গেও বৈঠক করবেন।
সরকারের আমন্ত্রণেই ইমন গিলমোর ঢাকায় আসছেন। তার সফরের ঠিক আগ মুহূর্তে ঢাকায় ১৬ দিনের সফর শেষ করে গেছে ইইউর প্রাক–নির্বাচন পর্যবেক্ষক দল। ফলে গিলমোরের এ সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল সৃষ্টি হয়েছে।
ঢাকায় ইমোন গিলমোরের এটি দ্বিতীয় সফর। এর আগে ২০১৯ সালের জুনে ঢাকায় আসেন তিনি। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী ছিলেন গিলমোর।
বিডি/এন/এমকে