কয়েক ঘন্টা টয়লেটে যেতে দেয়নি বিমান কর্মীরা। বারবার আকুতি জানানোর পরও
ওই নারীকে বাধা দেওয়া হয়। অবশেষে প্রস্রব আটকে না রাখতে পেরে মোঝ আকাশে উড়ন্ত বিমানের
মেঝেতেই প্রস্রব করে দেন ওই নারী। চলতি মাসের ২০ তারিখে স্পিরিট এয়ার লাইনসের একটি
বিমানে এমন অপ্রীতিকর ঘটনা ঘটে বলে জানানো হয়েছে এনডিটিভির এক প্রতিবেদনে।
আফ্রিকান বংশোদ্ভূত ওই নারী অভিযোগ করেন, ‘বিমানের কর্মচারীরা আমাকে টয়লেট
ব্যবহারে বাধা দেন। দুই ঘন্টারও বেশি সময় ধরে তারা আমাকে আটকে রাখেন। কোনোভাবে আটকে
রাখতে পারিনি। নিতান্ত বাধ্য হয়ে বিমানের মেঝেতে প্রস্রাব করে ফেলি।’ পুরো ঘটনাটি বিমানের
একজন ক্রু ভিডিও করেন বলে অভিযোগও করেন ওই নারী।
ওই ক্রু ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ারও করেছেন। ক্যাপশনে লিখেছেন, ২০ জুলাই
স্পিরিট এয়ারলাইনসের একটি ফ্লাইটে একজন আফ্রিকান-আমেরিকান বিমানের মেঝেতে প্রস্রাব
করেন। বিমানের টয়লেট খোলার সময়টুকুও তিনি অপেক্ষা করেননি।
তবে এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছে বিমান কর্তৃপক্ষ।
আরআই