দাবানলে পুড়ছে গ্রিসের রোডস দ্বীপ

রবি
২৪ জুলাই ২০২৩

গ্রীষ্মের দাবদাহে পুড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। প্রচণ্ড গরমের মধ্যে আবার অনেক দেশে দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রিসের পর্যটন এলাকা রোডস দ্বীপের বিপুল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। বিপর্যয় এড়াতে বিপুল সংখ্যক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খবর বিবিসির।

 

 

দেশটির ফায়ার সার্ভিস সবচেয়ে কঠিন সময় পার করছে বলে জানিয়েছে। এ পর্যন্ত সাড়ে তিন হাজরেরও বেশি মানুষকে নিরাপদ স্থলে সরিয়ে নিতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে তারা। পাঁচটি হেলিকপ্টার ও ১৭৩ জন ফায়ার সার্ভিসের কর্মী ওই এলাকায় কাজ করছে। আগুনে তিনটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

 

তবে এ দাবানলে এখনও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে দেশটির জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা বিষয়ক মন্ত্রণালয়। তারা জানিয়েছে, দ্বীপটির যেসব এলাকা বেশি আক্রান্ত সেখান থেকে পর্যটকদের নিরাপদে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

 

শনিবার (২২ জুলাই) সকালে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ে এবং পর্যটন এলাকার দিকে চলে আসে বলে জানিয়েছেন শহরটির ডেপুটি মেয়র।

 

আরআই


মন্তব্য
জেলার খবর