‘আমি চোর ধরি, তারা টাকা নিয়ে ছেড়ে দেয়’

রবি
২৪ জুলাই ২০২৩

পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ নতুন কোনো বিষয় নয়। দেশে দেশে অপরাধীরা পুলিশকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে অপরাধ কর্ম করে আসছে। তবে সব পুলিশ সমান নয়। বিপুল অর্থের প্রলোভনেও নিজেকে বিকিয়ে দেন না অনেক পুলিশ।

 

এবার তেমনই এক দৃষ্টান্ত গড়লেন ভারতের এক পুলিশ। সহকর্মীদের দুর্নীতির অভিনব প্রতিবাদ করে আলোচনায় আসলেন পাঞ্জাবের জলন্ধরের ভোগপুরের এক পুলিশ। তবে ওই পুলিশের পরিচয় জানা যায়নি।

 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (২১ জুলাই) ভোগপুরের পাঠানকোট হাইওয়ের একটি এলাকা থেকে এক যুবককে আটক করে থানায় নিয়ে যান ওই পুলিশ। পরে তাকে ছেড়ে দেয় অন্য সহকর্মীরা।  

 

তিনি অভিযোগ করেন, ‘আমি আসামি ধরে নিয়ে আসি। আর আমার সহকর্মীরা টাকা নিয়ে আসামি ছেড়ে দেয়।’

 

আসামি ছেড়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে রাস্তার দু’পাশে দড়ি বেঁধে গাড়ি চলাচল আটকানোর চেষ্টা করেন। অন্য পুলিশ সদস্যরা রশ্মি খুলে দিলে রাস্তায় শুয়ে পড়েন। তাকে উঠে যেতে বললেও ‍তিনি উঠতে রাজি হন না। তাকে টেনে হিঁচড়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করলে তাতে বাধা দেন ওই পুলিশ। রাস্তা থেকে সরাতে ব্যর্থ হয়ে লাথি মারতে থাকেন অন্য পুলিশ সদস্যরা।

 

ঘুষের বিনিময়ে আসামি ছেড়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করে ভোগপুর থানার ইনচার্জ সুখজিৎ সিং বলেন, ‘ঝগড়ার ঘটনায় এক যুবককে থানায় আনা হয়েছিল। ওই ব্যক্তি জামিনের আবেদন করলে তা মঞ্জুর হয়। পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে।’

 

 

আরআই


মন্তব্য